BFTN/RTGS
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)
২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত বিইএফটিএন দেশের প্রথম
কাগজবিহীন আন্তঃব্যাংক ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা। এর মাধ্যমে
লেনদেনের আকলন ও বিকলন উভয় প্রক্রিয়া খুব সহজেই সম্পন্ন হয় বিধায় এটি চেক
নিকাশ ব্যবস্থার চেয়েও অধিক উপযোগী পরিশোধ মাধ্যম। এই মাধ্যমে সহজেই অর্থ
স্থানান্তর, যেমন- বেতন প্রদান, বিদেশী এবং অভ্যন্তরীণ রেমিটেন্স প্রেরণ,
সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান,কোম্পানির লভ্যাংশ বিতরণ,বিল প্রদান,
কর্পোরেট পেমেন্টস, সরকারী কর প্রদান, সামাজিক সুরক্ষা ভাতা প্রদান ও
ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যায়। একইভাবে এর মাধ্যমে বিকলন প্রক্রিয়ায়
লেনদেন , যেমন - ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি পরিশোধ, ক্লাব/সংঘের
ফি পরিশোধ, ঋণের কিস্তি পরিশোধ, ইত্যাদি সম্পন্ন করা যায়। বেশির ভাগ সরকারী
বেতন, সামাজিক সুবিধা,যাবতীয় সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান ও অন্যান্য
সরকারি পরিশোধসমূহ বর্তমানে বিইএফটিএন এর মাধ্যমে সম্পন্ন করা হয়।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম (আরটিজিএস)
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)
সদস্যভূক্ত ব্যাংকসমূহের মধ্যে আন্তঃব্যাংক হিসাব ও কার্ডভিত্তিক
লেনদেনের জন্য ২০১২ সাল থেকে এনপিএসবি পরিচালিত হচ্ছে । বর্তমানে এর
মাধ্যমে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অফ সেলস
(পিওএস) ও ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেন করা হয়
এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের
হিসাবগুলোর মাঝে আন্তঃলেনদেন প্রক্রিয়া সক্রিয় বিবেচনায় রয়েছে। বর্তমানে
৫৪ টি ব্যাংক তাদের এটিএম লেনদেনের জন্য এনপিএসবি এর মাধ্যমে পরস্পর
সংযুক্ত এবং চার ধরনের আন্তঃব্যাংক এটিএম লেনদেন (যেমন নগদ উত্তোলন,
হিসাবের স্থিতি অনুসন্ধান, তহবিল স্থানান্তর ও সংক্ষিপ্ত বিবরণী গ্রহণ)
এনপিএসবি এর মাধ্যমে সম্পন্ন করা যায়। ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত ৫৩টি
ব্যাংক পিওএস আন্তঃলেনদেনে সক্ষম এবং ৩০টি ব্যাংক তাদের আইবিএফটি লেনদেনের
জন্য পরস্পর সংযুক্ত। আইবিএফটি-তে পৃথকভাবে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক
লেনদেনের জন্য বিভিন্ন সীমা কার্যকর রয়েছে। ব্যক্তির জন্য প্রতিটি
লেনদেনের সর্বোচ্চ সীমা ৩,০০,০০০ টাকা এবং দৈনিক সর্বোচ্চ ১০ টি লেনদেন
করা যাবে, যেখানে দৈনিক লেনদেনের পরিমাণ ১০,০০,০০০ টাকার বেশি হতে পারবে
না। প্রতিষ্ঠানের জন্য প্রতিটি লেনদেনের নির্ধারিত সীমা ৫,০০,০০০ টাকা,
দৈনিক মোট লেনদেনের সর্বোচ্চ সংখ্যা ২০ টি এবং দৈনিক লেনদেনের সর্বোচ্চ
পরিমাণ ২৫,০০,০০০ টাকা। আইবিএফটি-তে অংশগ্রহণকারী ব্যাংকের জন্য যেকোন
অনলাইন/ই-কমার্স/আন্তঃব্যাংকিং/কার্ড উপস্থাপন ব্যতিরেকে লেনদেন কার্যক্রমে
দুই ধাপে যাচাইকরণ ( টু ফ্যাক্টর অথেনটিকেশন) প্রক্রিয়া নিশ্চিত করা
বাধ্যতামূলক।
For BEFTN:
Mr. Jabed Hossain- 01787678603